তুমি পাশাপাশি হাঁটা দুঃখ আমার
বুকের গভীরের দীর্ঘশ্বাস
তুমি সুখের আগুনে পোড়া সময়
হারানোর ব্যথা, কষ্ট, ভয়।।
আমি মুঠো খুলে দেখি নেই সে আঙুল
আমার দিকে কারো চাহনি ব্যকুল,
বুকের পাঁজরে ঠান্ডা বাতাস
ভরে হাঁটতে হাঁটতে হচ্ছি যে ক্ষয়।।
নিভে গেলে বাতি আঁধার রাতই
হয়তো জীবনের শেষ আশ্রয়;
যদি ফিরে আসো, যদি ভালোবাসো
দেখে নিও পাখি রুখবে প্রলয়।।
২৫/০৭/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান