পৃথিবীটা খুব ছোটো হয়ে গেছে পাখি
বন মন নেই শরীরেই বাসা বাঁধো,
শ্রোতাহীন এই জনপদে কেনো বৃথা
আলো ফুটতেই প্রতিদিন গলা সাধো?
এখানে ওখানে রাস্তার আশেপাশে
পোকা ধরে গেছে মনুষ্যত্বের লাশে
লোভাতুর জীভ লকলকে উচ্ছ্বাসে
পেতে আছে শত সহস্র নীল ফাঁদও।।
খুব সাবধানে খুব সাবধানে পাখি
এসো শিকারীর দিকে নিবিড় দৃষ্টি রাখি
পোষমানা কোনো বন্ধুর আহ্বানে
সহজ না করি ছোটোখাটো অপরাধও।।
০২.০৮.২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান