এক জোড়া চোখ উৎসুক / সাইফ আলি

বৃষ্টি গড়িয়ে নামে কাগজের নৌকার গায়
মাঝি মাল্লার নেই দেখা
তবু একা একা
নৌকা চলেছে ঠিক ভর করে মেঘের শরীরে।
এক জোড়া চোখ দূর থেকে দেখে সেই খেলা
কাগজের নৌকাটা শেষমেশ হয়ে যায় ভেলা
ভেলা ভাসে খালে-বিলে নালায় নদীতে
কাঁচা হাত ধরে রাখে দাঁড়
বেলা শেষে ভেলা হয় সাম্পান কোনো
কাঁচা হাত পাকা হয়ে বাইছে তখনো
অতঃপর সাগরের উত্তাল ঢেউয়ে
জাহাজ ভাসিয়ে দেয় নাবিক জোয়ান
কাগজের নৌকাটা বৃষ্টি ফোটায়
তিলে তিলে মেলে দেয় বুক
এখনো জাহাজ থেকে সেদিকেই চেয়ে থাকে
এক জোড়া চোখ উৎসুক।