সবার যখন ঊর্ধ্বমুখী ঝোঁক / সাইফ আলি

সবার যখন ঊর্ধ্বমুখী ঝোঁক
আমার না হয় মনের কথা
মাটির সাথেই হোক।

সবাই যখন ঘাস দলে যায়
আমি না হয় ঠেকাই আমার মাথা
সব কবিতার সাক্ষ্যি থাকুক
দূর্বা ঘাসের পাতা।

সবাই সবার ছাদ বেছে নিক
একলা উঠোন উদম হয়ে থাক
উঠোন মাটি মাঠ পেরিয়ে
একলা নদী যেইখানে নেই বাঁক
সেইখানে এক সন্ধ্যা চাদর বিছিয়ে নিয়ে বসে
নিম্নমুখী অধম আমি হিসাব মিলাই কষে-
ঊর্ধ্বমুখী যারা
সূর্যালোকের হাতছানিতে সূর্যমুখী যারা
ওদেরও কি মাঝে মাঝে ইচ্ছে এমন হয়
মাটির সাথে ঘাসের সাথে ঘটবে পরিচয়।