জোনাকি / সাইফ আলি

তুমি কি আজব বাতি
জ্বলে ওঠো নিভে যাও
অন্ধকার ঝাওবন, বাঁশঝাড়, পুকুরের ঘাটে
নিরিবিলি নিজেকে সাজাও

তুমি কি আজব বাতি
মধ্যরাতে মশারির জালে
আলনায় খাটে
দেয়ালের গায়
বুনে দাও কবিতার বীজ;
গাঁয়ের চাষার মতো আমি সেই বীজ
পুতে রাখি ডাইরির ভাঁজে
হৃদয়ের খাঁজে…
প্রিয়তমা কবিতা আমার
মাথা রাখে বুকের পাঁজরে
নির্দিধায় নিরবে সলাজে।

তুমি কি আজব বাতি
ধংসপ্রাপ্ত প্রাসাদের ইটে
ধুসর কংক্রিটে
খুঁজে ফেরো প্রাণ;
নিবিড় রাত্রির কোলে
জানালার পর্দায় বসে
দিয়ে যাও আলোর সন্ধান।