১
এই যারা চলে গেছে জিবিকার কোলাহল রেখে
ভালোবাসা দুঃখ সুখ শাসনের বেড়াজাল ছিড়ে
এই যারা চলে গেছে সুতো কাটা ঘুড়িটার মতো
হঠাৎ বিচ্ছিন্ন নাটাইয়েরা
খুঁজেছে তাদের মায়া
রেখে যাওয়া সুতোর শরীরে।
ব্যথার মাজনে মোড়া সুতোর পালক
শরীরে জড়িয়ে থাকে নাটাই বালক
সেই সব মানুষের মতো
তুমিও ঘুমিয়ে গেলে
যারা আর ঘুম ভেঙে দেখলোনা সকাল কখনো
যারা হলো সুতো কাটা ঘুড়ি…
২
মাজন তোমার সুতোর সাথে
লেপ্টে আছে বড়ো,
ভীষণ টানের বাধ ছিড়তেই
হচ্ছো জড়ো সড়ো!
হাওয়ায় হাওয়ায় দোল ছিলো না
তবুও কিসের টানে
হঠাৎ করে কাটলো সুতো নাটাই তা না জানে,
জানতো যদি উড়তে তোমার দিতো না আসমানে…
৩
চলে যায় যারা তারা জানতো কি চলে যাবে
হঠাৎ ভীষণ বড় স্বাধীনতা খুঁজে পাবে!
ফিরতে হবে না আর ঘরে
জানলে কি চলে যেতো
এতোটুকু বলে যেতো
চলে যেতে হবে
চলে যেতে হয়
নাটাই-ঘুড়ির সাথে সুতার এ বন্ধন
কেটে গেছে ওড়ার সময়…
এখানে আপনার মন্তব্য রেখে যান