আমি কি তোমাকে চিনি / সাইফ আলি

কে তুমি আমার সাত সকালের পাখি
কে তুমি আমার দুলে ওঠা ধান ক্ষেত
আমি কি তোমাকে চিনি
ওগো চঞ্চল স্রোতস্বিনী…!

রোদেলা দুপুরে শীতল বটের ছায়া
আঁচলে বেঁধেছো ঘন বর্ষার মায়া
আমি কি তোমাকে দেখেছি কখনো আগে
বলো, আমি কি তোমাকে চিনি…!

বনপথ জোড়া ঝরা পাতাদের শব্দে
কোনোদিন কোনো অব্দে
তুমি বেঁধেছিলে কোনো গল্প
যার নিবিড় চিত্রকল্প
গেঁথে গেছে এই মনে
খুব গভীরে সঙ্গোপনে।

আমি কি তোমাকে চিনি
ওগো চঞ্চল স্রোতস্বিনী…!