মুক্ত ডানা / সাইফ আলি

একটি পাখি উড়বে বলে
দূর আকাশে মেললো ডানা,
ছোট্ট বুকে খোদাই করা
জীবন পথে হার না মানা।

পালকগুলো বাতাস মাঝে
এই আলোড়ন তুলতে থাকে-
তোমরা যারা দাওনি সাড়া
আজকে জাগো আমার ডাকে।

স্বপ্নগুলো পালক হবে
ইচ্ছে হবে মুক্ত ডানা,
যখন খুশি আসবে ছুয়ে
স্বাধীনতার নীল সীমানা।

একটি পাখি উড়বে বলে
মেলল ডানা দূর আকাশে,
দুই চোখে তার স্বাধীনতার
রঙিন-আভা সূর্য হাসে।