চোখের বয়ান / সাইফ আলি

চোখের বয়ান শুনে থেমে যায় মেঘ
ঝরে পড়ে অবিরাম জলজ আবেগ
মুখ থেকে তবু তার সরলো না রা
দ্বিধার দোলায় তাই দুলছে দু’পা

শরীর তো থেমে গেছে তবু এই মন
চুপি চুপি প্রণয়ের করে আয়োজন…