তোমার ঠোঁটের উঠোনে
আমি এক পিপীলিকা
হাটি আর হাটি…
চোখের কিনারে দাঁড়িয়ে
ভাবি এই সমুদ্রে
দেবো নাকি ডুব।।
তারপর তুলতুলে গালে
ভোরের রোদ এসে
শুয়ে পড়ে যেই,
ছুটে যেয়ে সেরে ফেলি
আলোর গোসল…
প্রতিদিন ভোরে
এভাবেই আমি এক পিপীলিকা হই।।
তোমার ঠোঁটের উঠোনে
আমি এক পিপীলিকা
হাটি আর হাটি…
চোখের কিনারে দাঁড়িয়ে
ভাবি এই সমুদ্রে
দেবো নাকি ডুব।।
তারপর তুলতুলে গালে
ভোরের রোদ এসে
শুয়ে পড়ে যেই,
ছুটে যেয়ে সেরে ফেলি
আলোর গোসল…
প্রতিদিন ভোরে
এভাবেই আমি এক পিপীলিকা হই।।
এখানে আপনার মন্তব্য রেখে যান