উৎসর্গ : এই কবিতা পাখির জন্য / সাইফ আলি

খসে পড়া পালকের পিঠে
ধুলো নয়, লেগে থাকে স্বাধীনতার সুঘ্রাণ
বাতাসে দোলাও তাকে
জীবনের কোলাহল পাবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান