রসের প্যাচাল ০১ / সাইফ আলি

হৃদয়টা এক আন্ডা হলে
কুশুম হতে তুমিই রানী,
এমন কেনো প্যাচার মতো
করছো নিজের সুরতখানি!?

রাগলে তোমার ভাল্লাগে না
সত্যি বলতে গাল লাগে না
অভিমানের উঠলে কথা
গোলাপ তুমি সত্যি মানি।