অনুকবিতা ০৩ / সাইফ আলি

হাওয়ায় দুলে দুলে
প্রথম পালোকের পতনের পর
একে একে সবকটি পালকের শৈল্পীক পতন দৃশ্য
এতটাই মজালো তোমাকে!!
হে পাখি…
পালোকবিহীন তুমি উড়বে কিভাবে!?
তোমার পতন তুমি ঠেকাবে কিভাবে??

এখানে আপনার মন্তব্য রেখে যান