কলমের ঘোরাফেরা / সাইফ আলি

কলমের ঘোরাফেরা বাড়াচ্ছে পরিসর
উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিম ভুলে
উপর নিচের যত খবরাখবর
টেনে তুলে
রাখছে সে এমন খাতায়
পাতায় পাতায় যার জীবন মৃত্যু আঁকে ছবি
শোনো কবি,
কলমের ঘোরাফেরা থামিওনা বুদ্ধির প্যাচে
যখন হৃদয় তার গন্ডির অনুভুতি স্যাচে।