বাপাশে একটা ঘন মেরুন দুঃখ জমলে
ডানপাশে নীল সমুদ্র বিছাবো
মাথার ভীতরে চক্কর কাটা চিলটাকে
একবার শান্ত হয়ে বসতে বললাম।
বললাম- ভাবিসনে, এই নীল সমুদ্র যেই আকাশের প্রতিবিম্ব
সেই আকাশ পুরোটাই তোর।
রাডার ফাঁকি দিয়ে চিল
তবু সেই নীল জলে আছড়ে পড়ে; মেরুন দুঃখগুলো মেঘ হয়,
বৃষ্টি আনে;
ডানে সমুদ্র বায়ে বৃষ্টি!!
এখানে আপনার মন্তব্য রেখে যান