মা / সাইফ আলি

চোখের কারিসমা তোমার
অল্পেই বুঝে ফেলো সব
অনুভুতি প্রখর তোমার
সহজেই করো অনুভব!

যাকিছু মলিন ছিলো
তোমার ছোঁয়ায় ওঠে হেসে
তবু তুমি এভাবে আচলে
কেনো ঢাকো মুখ? অবশেষে
তোমাতেই তৃষ্ণা মিটাই;
তুমিই জলধি মাগো
তোমাতেই প্রান ফিরে পাই।

এখানে আপনার মন্তব্য রেখে যান