কোনো এক দুপুরের ছত্রছায়ায় / সাইফ আলি

কোনো এক দুপুরের ছত্রছায়ায়
কালোমেঘ ঢেকেছিলো শহরের মন
সেই থেকে চশমার ঝাপসা গ্লাসে
বৃষ্টিরা নেচে ওঠে যখন তখন।।

নাগরিক বালিকারা কি যেনো ভেবে
ছাদে উঠে গেয়েছিলো প্রণয়ের গান
বালকের মনে ছিলো উঁচু বিল্ডিং
পার হয়ে খোলা মাঠ মাটির সুঘ্রাণ।।
আর গোটা শহরটা বৃষ্টি মাতাল
অবসর খুঁজেছিলো হয়তো তখন…

…………………
……………..

এখানে আপনার মন্তব্য রেখে যান