ভরশা / সাইফ আলি

‍দিকভোলা বাতাসের
মন বুঝে ওড়ে সব ঘুড়ি
পাখিরা ওড়ে না…
ডানপিটে বালকের চোখ তাই ঘুড়ির নিশানা
পাখির ভরশা দুই ডানা।

এখানে আপনার মন্তব্য রেখে যান