সমসাময়িক / সাইফ আলি

প্রকাশ্য চুম্বনে তারা আজ স্বীকৃত সাহসী যুগল!
এ কেমন বিচার হে প্রিয়!!
এর আগে বহুবার এখানেই টি এস সি মোড়ে
প্রকাশ্য সঙ্গমে মেতেছিলো নিরিহ কুকুর…

তাদের তো ঘর নেই; নেই কোনো পোশাকের বেড়া,
বিবেকের, বোধের শাসন;
তারা তো কখনো এসে সভ্য কুকুর বলে
নিজেদের করেনি জাহির!

সাহসের তারিফ তো করবোই,
নুরুর সাহস আছে, রাসেদরা সাহসী তরুণ;
অধিকার আদায়ের সংগ্রামে ফুঁসে ওঠা প্রাতিটি যুবক।
তোমরা ভীরুর দলে, বিবেকের মুখোমুখী হতে
মননের মুখোমুখী হতে
তোমাদের ভয় হয় জানি।

এখানে আপনার মন্তব্য রেখে যান