কথা ছিলো মেঘ বেলা ফুরালেই
ফিরে আসবে ফিরে আসবে আমাতেই
কথা ছিলো যদি চন্দ্রাহত হও
খুঁজে নেবে খুঁজে নেবে আমাকেই।।
আজ রাতভর বৃষ্টির তাল
দূরে দাঁড়িয়ে একা ল্যাম্পপোস্ট
ঝাপশা জানালার গ্লাস
ঘরে একা, ঠোঁটে কড়া লিকার
বসে আছি আমি আলো আঁধারেই…
……………..
……..
মন্তব্য করুন