মেঘমায়া তার চোখে
আর ছায়া তার চুল
আঁকে অন্ধকার এক রাত
জুড়ে ছায়াপথ নির্ভুল।।
ছায়াপথে তারা একা সে
মিটিমিটি-ম্লান-ফ্যাকাসে,
আমি দূর কোনো অজানা ছাদের ’পরে দাঁড়িয়ে
ধরি ইথারের মতো তার অনামিকা আঙ্গুল।।
তার ঠোঁটে জমা শেষ রাত্রির ঘন জল
আমি পান করি তার সব কথা অবিকল
তবু রাত শেষে তার বিদায়ের লগ্ন হয়
আমি মুঠো খুলে দেখি জমেছে কতক বকুল।।
চমৎকার
LikeLiked by 1 person