পায়রার পাখনায় চোখ / সাইফ আলি

ছায়াদেরও ব্যামো হয়
রোগা হয় ফিনফিনে পর্দার মতো…
ছায়াদেরও জ্বর হয়, সর্দি-কাশি হয়;
খুক খুক কাশে।
আজকাল শরীরটা ভালো নেই,
রোদপোড়া ছায়ার ব্যারাম;
নিজেকে আড়াল কোরে রাখে,
আলো ভয়, কালো ভয়,
আরো কতো ধুপছায়া ভয়ে
নিজেকে কুকড়ে রাখে নিজেরই ভেতরে।

রাত এলে ঘুম গুম
চোখ পোড়া চটচটে ঘ্রাণে
পানি থাকে প্রানে??

তোমরা আগুন নিয়ে খেলো
ফাগুনের খবর সে দূরে,
পাখিগুলো গান গায়
কিরকম ভয়ার্ত সুরে।

তখন কেবল শুধু
পায়রার পাখনায় চোখ,
আর সব মুছে যাক, ফ্রেমে
একজোড়া এর ছায়া হোক।

এখানে আপনার মন্তব্য রেখে যান