শিলী-কবিগণ পিলিজ বলবেন / সাইফ আলি

কিভাবে বাধালে তা এমন ছবি হবে
নজর যার থেকে কিছুতে সরবে না?
কোন সে কলমের কালিতে কবিতারা
সহজে প্রাণ পায়, যেনোবা কথা বলে?

শিলী-কবিগণ পিলিজ বলবেন
আমিও ছবি একে, কবিতা লেখে লেখে
অমর হতে চাই, নাম কামাতে চাই কিছু…