অনুকবিতা ১৪ / সাইফ আলি

উষ্ণজলের আমন্ত্রণে খেই হারা এক কাঙাল কবি
মরলো ডুবে এখন সে আর অন্য কোথাও প্রেম খোঁজে না,
চোখের এবং ঠোঁটের ভাষা সাগর হয়ে উঠলে এমন
কবির কি আর সাধ্য থাকে এড়িয়ে যাওয়ার!?
কবি কেবল ডুবতে থাকে, সাঁতার কেটেও লাভ হলো না।

04.12.18

এখানে আপনার মন্তব্য রেখে যান