দালাল / সাইফ আলি

আহা! কি ছিলে কি দিলে 
আমার চমকে ওঠে পিলে 
আমি উপায় খুঁজে না পাই
বসে একলাটি খাট কাপায়
শুনে তোমার মুখোর ভাষা
তুমি মাল একখান খাসা!

তোমার স্বভাব বারোমাসি
পানার মতোন ভাসাভাসি,
আমার চক্ষু চড়কগাছে
দেখাও আর কি চমক আছে।

তুমি জনগণের তালই
এখন খেলছো তো বেস ভালোই
দেখে উজান ভাটির টান
বা’ বেস গাচ্ছো ‘মেহেরবান..’

বুঝি দালাল তোমার কাছে
নতুন হালালনামা আছে!?
তবে এ নাও মাইক ধরো
এবার সবটা জাহির করো।

গরু নির্বাচনি হাটের 
দুদিন পরেই হালুম হালুম
তুমি পা চাটো কোন লাটের
এখন স্বচ্ছভাবেই মালুম।

06.11.18

এখানে আপনার মন্তব্য রেখে যান