যদিও নতুন কবর / সাইফ আলি

এ মাটি খুড়তে গেলে
এখন আর হাড় পাবে না,
হয়তো মিলতে পারে
কাচা এক হৃদয় আমার।

এ মাটি কেবল মাটি
ভাবলে ভুল হবে খুব,
এখানে লক্ষ তারার
সমাধি, খুড়েই দেখো।

এখানে হাড় পাবে না
যদিও নতুন কবর,
তবুও মিলতে পারে
কাচা এক দিলের খবর।

19.11.18