র’কে খোকা ল বলেছে / সাইফ আলি

র’কে খোকা ল বলেছে
তাই পড়েছো টেনশনে
দেশ বিকিয়ে ফায়দা লোটো
আমজনতা মেনশনে!

লেবুর হালি বিশ টাকা তাই
চান্দি গরম, তেল ডলো;
হাজার কোটি হাওয়ায় ওড়ে
ছাগল ধরে কান মলো!

কাগজ কেটে শেষ করে সব
নেংটি ধেড়ে ইন্দুরে,
তিলকে তো বেশ তাল বানালে
আড়াল কোরে সিন্ধুরে!

মিডিয়া সব হলুদ মেখে
পট্টি বাধে চোখদুটোই,
নিখুঁতভাবে নজর লাগাও
আতস রেখে কার ফুটোয়?

10.11.18