অনুকবিতা ১৫ / সাইফ আলি

খাটের উপরে তুমি নাক ডাকো পরাণের পাখি
খাটের নিচেয় থাকে ফণা তুলে বিষাক্ত সাপ
স্বপ্নের ঘোরে তুমি সরিসার খেত ভাঙো পায়ে
লেপের ভেতর থেকে ঝুলে পড়ে তোমার জীবন।

11.01.19

এখানে আপনার মন্তব্য রেখে যান