দুই তারা / সাইফ আলি

একটা তারা বুকের ভিতর 
একটা আকাশ কোণে
দুই তারাতে গল্প জমায়
রাত হলে নির্জনে।

একটা তারা আলোর পাখি
একটা তারা একা
সবাই যখন ঘুমিয়ে পড়ে
হয় দু’তারার দেখা।

দুই তারাতে গল্প জমায়
লক্ষ তারা শোনে,
এক তারাতে স্বপ্ন বোনে
অন্য তারার মনে।

22.01.19

এখানে আপনার মন্তব্য রেখে যান