ভালো থাক মন
সারাক্ষণ
ভাবতেই কেটে যায় সুর
পড়ে যায় তাল
ভলোথাকাটাই কঠিন আজকাল।।
কিভাবে ভালো থাকে মন
হিংসায় যদি সারাক্ষণ
পুড়ে পুড়ে খাক হয়
খুব হতবাক হয়
যদি কেউ ভালো থাকে পাশে তার
চাপড়ায় নিজের কপাল।।
কিভাবে ভালো থাকা যায়
গিবতের বোঝা নিয়ে ঘাড়ে
পরশ্রীকাতরতা হাড়ে
পরচর্চার শত কুট কৌশল
শিখে নিয়ে যদি কেউ ভাবে
এভাবেই ভালো থাকা যাবে
তবে সেই জঞ্জাল
নামবে না কখনোই কাধ থেকে তার
দেখবে না সুখের সকাল।।
ভালো থাকা মানে শুধু নিজেকে নিয়েই
পাওয়া না পাওয়ার হিসেব মিলিয়েই?
তবে তুমি ভুল
ভালো থাকে সুরভী বিলিয়ে ঐ ফুল।
16.05.19
মন্তব্য করুন