শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে / সাইফ আলি

যে কথা বলতে প্রাণ দিলো আবরার
সে কথা ফুটুক জনতার মুখে মুখে
খুণিরা জানুক মৃত্যু আনে না ভয়
শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে।।

07.10.19