ফিরে যায় পাখি একা / সাইফ আলি

ফিরে যায় পাখি একা
পর্দা বাতাসে দোলে
মিশে যায় তার ডানার শব্দ দূরে;
হৃদয়ের কল্লোলে
তবু তার গান সে কি এক মিহি সুরে
বেজে বেজে ওঠে, বার বার বেজে ওঠে;
দেখেছিলে সেকি গভীর নীলের ফোয়ারা ছিলো সে ঠোঁটে!

০৫.০৯.১৯