অনুকবিতা ২৫ / সাইফ আলি

একজীবনের পান্ডুলিপি থেকে
একটা এমন কাব্য খুঁজে দেখো,
হাত ধরে যে আলোর পথে ডাকে
না পাও যদি সময় করে লেখো।

১৮.০৯.১৯

এখানে আপনার মন্তব্য রেখে যান