অনুকবিতা ২৮ / সাইফ আলি

তুমি আমি হাঁটি বরাবর দুইদিকে
ভূ-গোল তত্ত্বে মুখোমুখি এসে দাঁড়াবোই
রেষারেষি ভুলে ভালোবেসে হাত বাড়াবোই।
অথচ ভূ-গোল বিচ্ছেদে বড় পটু,
তোমার জন্য সমুদ্র ডেকে এনে
আমাকে করলো পাহাড়ের মুখোমুখি!

২২.০২.২০

এখানে আপনার মন্তব্য রেখে যান