এইসব প্রসাদতুল্য দালান, হাসপাতাল, পাঁচ তারকা হোটেল
কেউ তোমাকে নিলো না!!
মৃত্যু তোমাকে নেবে, কবর তোমাকে নেবে;
সত্যি বলছি এই মাটি তোমাকে নেবেই।
আমাকে নিয়ে ভেবো না,
আমি তো মাটির কাছাকাছিই ছিলাম,
মাটিকে ভালোবেসে কতবার গেয়েছি এ গান-
(‘‘যখন আমার শরীর থেকে নাম
আলাদা করে দেবে মরণ এসে,
তখন আর কেউ শীতল শরীরটাকে
নিতে চাবে না ভালোবেসে।।
তুমিই নিও মাটি, তুমিই নেবে জানি
তোমাতে মিলে যাবে সাধের শরীর
তুমিই ঠিকানা পরিশেষে…
সেদিন ফুরিয়ে গেলে ধার্য’ বাতাস
কিংবা সাগর অবশেষে
কে হবে আপন আর? রহম খোদার তুমি,
তুমিই নিও ভালোবেসে।।
তোমাকে ভুলে যারা দাম্ভিক, পৃথিবীতে
ভোগের জন্য শুধু বেঁচে যায়
তাদেরও ঠিকানা তুমি,
যদিও তারা ভুলে থাকে তোমায়।’’
#গান )
তোমার অর্থ তোমাকে একা ফেলে চলে যাবে
তোমার নাম, যশ ভালো থাকবে তোমাকে ছাড়াই
আর তোমার জন্য অপেক্ষ করবে প্রিয়তমা মাটি
যাকে তুমি এতোকাল নিরেট জড়,খনিজ অথবা ময়লা জেনেই তুষ্ট ছিলে।
তোমার অহংকার তোমাকে নেবে না
তোমার বৈভব কিংবা রুচির দোকান কেউ;
কেউ তোমাকে নেবে না।
সে সকল চোখ যারা জীবিত তোমাকে ভেবে সফল মানুষ
অনুসরণ করেছিলো সারাটা জীবন;
তারা কেউ তোমাকে নেবে না।
আমাকে নিয়ে ভেবো না,
আমি তো মাটির কাছাকাছিই ছিলাম।
৩০.০৩.২০
মন্তব্য করুন