আসবে তুমুল ঝড়
তাই কাপছি থরথর,
শক্ত করে বানাও আমার
ঘর ও কারিগর।।
দরজা দিও লোহা কাঠের
জানলা দিও না,
উড়ো পাতার ময়লা আমার
মোটেও প্রিয় না।।
পয়সা পাতি দেবো যেনো
জমবে দুধে সর!
ফালতু লোকে বলবে কথা
কান দিয়ে কি ফল,
সত্যিকথা বলতে ওরা
হিংসুকেরই দল!
কিন্তু এ কি বা’পাশ বুকের
করলো কাবু কে,
ধরো ধরো ও কারিগর
আর যে পারিনে।।
দরজা না আর ছাদ দিও চোখ
বন্ধ হওয়ার পর।
০৭.০৫.২০
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন