জানিনা গায়েব
রাখিনা খবর বাতাসের
তবুও তাসের এই ঘর
ভাবি আশ্রয়!
সত্য তো এই পৃথিবী আমার
মঞ্জিল নয়।।
আমি এক মুসাফির পথ চলি হাজারো ভুলে
করি ফরিয়াদ দু’হাত তুলে-
‘প্রজাপতি ফাঁদ বাঁকে বাঁকে
নিখুঁত দৃষ্টি দিও চিনতে তাকে;
পার হতে সব বাঁধা ভয়।
তোমার করুণা ছাড়া কখনো জানি
এ পথে আসে না বিজয়।’
ফুলে ও ফসলে কেনো সুশোভিত করলে এমন
স্নায়ুর আয়েশে যদি ভোগবাদী হয়ে ওঠে মন
কি করে এড়িয়ে যেতে হয়,
কি করে তোমার আরো কাছে পেতে হয়
শিখিয়ে দিও দয়াময়।
০৮.০৫.২০
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন