পাখিটার পালকের রঙ ছিল লাল
আর ছিলো নীল নীল কথার মিছিল,
পাখিটা খাঁচায় ছিলো যত্নে আমার
স্বাধীনতা ভেঙে দিলো দরজার খিল।।
পাখিটা বলতে পারে আজ তার নাম
সাক্ষাতে দিতে পারে সালাম কালাম
পাখিটার মন যদি ভেঙে দেয় কেউ
সবুজ পাতারা নাকি করবে মিছিল।।
পাখিটার পাখনায় বাতাসের গান
উড়াল দিনের শত মুগ্ধ শ্লোগান
সে শ্লোগান রাজপথে ডাকে আমাকেও
বেঁচে থাকে তার চোখে আমার নিখিল।।
১৭.০৫.২০
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন