ফুলের ‘পরে বসে ওগো কাঁদছো কেনো মৌ,
এসো আমার কাছে এসো, এসে চুপটি করে শোও।।
শুনছি নাকি ফুলের বনে রঙ বেরঙের ফুল
সেই ফুলখুকিরা নতুন চাঁদের আলাপে মশগুল,
কেনো তোমার চোখে জল
কোন সে ব্যথা তোমার বুকে করছে টলোমল??
আমার কাছে মন্ত্র আছে দুঃখ ভোলানোও…
আজকে যারা স্বজনহারা তাদের কাছে গিয়ে
তুমি কি এই কষ্ট এলে নিয়ে?
আজ ফিরনী পোলাও পায়েস ছাড়া কাটছে কারো ঈদ
আর শূন্য পড়ে কাঁদছে আমার প্রাণের ও মসজিদ।
এসো অশ্রু ফেলে চাই
খোদার রহম, খোদার করম লুটিয়ে সেজদায়।
নতুন দিনের কাজ যে নতুন স্বপ্ন সাজানোও…
২৪.০৫.২০
মন্তব্য করুন