পৃথিবীটা কতো ছোটো হয়ে গেছে / সাইফ আলি

পৃথিবীটা কতো ছোটো হয়ে গেছে দেখো
ইচ্ছে হলেই ছবি হয়ে ভাসো ফোনে,
এতো কাছাকাছি নিরিবিলি নির্জনে।

পৃথিবীটা কতো সহজ হয়েছো এখন
বেড়েছে কেবল আঙুলের নড়াচড়া,
শুয়ে বসে সব লেনদেন বোঝাপড়া।

তবু কি ভীষণ আক্ষেপ মনে মনে-
হৃদয় গলে না হৃদয়ের প্রয়োজনে।
৩০.০৫.২০