এই জল হাওয়া সময়ের সাথে সাথে / সাইফ আলি

এই জল হাওয়া সময়ের সাথে সাথে
বদলে যাচ্ছি প্রতিদিন প্রতি রাতে;
আঁধার থেকে কি আলোয় ফেলছি পা?
ধরতে পারছি আবার পারছি না।।
আমি ধরতে পারছি আবার পারছি না…

অল্প সময় এসেছি এখানে
কেনো যে এসেছি তা
ভুলে বার বার এখন আমার
জীবনের সন্ধ্যা।।
তোমার দুয়ারে মাথা কুটে মরি
আমাকে ফিরিও না…

ভুলে ভুলে যারা প্রজাপতি তারা
রঙে যে মেতেছে খুব
নফসের ক্ষুধা মিটাতে মিটাতে
আঁধারে দিয়েছে ডুব।

আমিও তাদের সাথী হয়ে কতো
পথ যে চলেছি হায়!
ভাবতেই সৎসাহসের ঘোড়া
নিমেষে পালিয়ে যায়।।
বিচারের দিনে ক্ষমা ছাড়া প্রভু
আর কিছু চাই না…
১৬.১১.২০

এখানে আপনার মন্তব্য রেখে যান