কারাগার মুখী হাওয়া / সাইফ আলি

কারাগার মুখী হাওয়া
তোর জীবনের চাওয়া পাওয়া বুঝতে দে
তোর গোপণ সুখের কারণ খুঁজতে দে।।

উদ্যানে উদ্যানে
ঘুরি সুখেরই সন্ধানে
তুই উল্টো পথের যাত্রী কেমন রে
তোর জীবনের চাওয়া পাওয়া বুঝতে দে।।

কারাগারে কোন সুখে
তুই অমন তৃপ্ত মুখে
তোর জীবনাদর্শ আমায় শিখিয়ে দে
আমি সত্যিই তোকে ধরতে পারছি নে।।

কাড়ি কাড়ি টাকা কড়ি
নিয়ে মখমলে গড়াগড়ি
তবু সুখপাখিটাকে ধরতে পারছিনে
তোর গোপণ সুখের কারণ খুঁজতে দে।।
১৫.১১.২০

এখানে আপনার মন্তব্য রেখে যান