নরম ঘাসে ফেললে পা / সাইফ আলি

নরম ঘাসে ফেললে পা
কখনো মন ভাঙে না;
মন ভাঙে মনকে ভাঙলে নিজেই,
তুলিতে যে মন রাঙে না।।

মন কিযে চাই কোন ঠিকানায়
কড়া নাড়ে সে বারে বার
খোঁজ নিও তার
সত্যের সন্ধান দিও উপহার।।
মন তো বিচার মানে না।

মনকে সাজাও
মনকে বাজাও
মনকে দেখাও সীমানা
বিবেকে বাধো তার পা।

মন মানে না, মন জানে না
পথ ভুলে যায় বারে বার
ভালোবেসে তার
সত্যের সন্ধান দিও উপহার।।
কটু কথা মন টানে না।
০২.১২.২০

এখানে আপনার মন্তব্য রেখে যান