জীবিকার কুন্তলে ঝুলে গেছে ফুল
হায় পরাণ বকুল
বলো কি দেবে মাশুল
তার কি দেবে মাশুল।।
শহুরে রমণী হায় চাঁদ জোছনায়
কবে দিয়েছিলো মন
নেই তার প্রয়োজন।
বৃন্তে না ফোটা ফুল দানিতে শোভিত তারা
ফুলের মতোন
হায় ফুলের মতোন।।
ভ্রমর না হয় তার ধ্যানে মশগুল
হায় পরাণ বকুল…
প্রেমিকের হাতজোড়া সাজানো ফুলের তোড়া
দাবড়িয়ে হাতিঘোড়া পায় না সে কূল
হায় পরাণ বকুল…
তবুও খেলার ছলে দু’জনার দেখা হলে
হাসি হাসি মুখ
হায় এটুকুই সুখ।
ফ্লাটে ফ্লাটে রাত কাটে ধুধু এই তল্লাটে
যে যার মতোন
হায় যে যার মতোন।।
কেউ কারো প্রেমে আর হয়না ব্যাকুল
হায় পরাণ বকুল…
০৩/০৯/২১
মন্তব্য করুন