বৃষ্টির মোহে পড়ে রাত জেগে বসে আছি
তুমি আমি কাছাকাছি নেই যদিও
একই এ মেঘের জলে ভিজো তুমিও।।
রিমঝিম রিমঝিম রিমঝিম ঝরছে
রিমঝিম ঝরছে প্রেমের এ ধারা
আঁধারের বুকে ফের ঘুম ভেঙে জাগছে
ঘুম ভেঙে জাগছে ফুল-পাতারা।।
ফুলেদের বুকেপিঠে ঝরে পড়া বৃষ্টির
সুখটুকু পারো যদি কুড়িয়ে নিও।
মেঘের আড়ালে চাঁদ লুকিয়েছে মুখ
কখনো নিলো না এই বৃষ্টির সুখ
তুমি ঐ চাঁদ হয়ে খুঁজো না আড়াল
মাতো এই ছন্দে, ভাঙো এ দেয়াল।
বৃষ্টির দ্রোহে পুড়ে জাগো প্রেম ভেঙে চুড়ে
বুকের জমিন ফুঁড়ে জাগো এ বেলা,
যান্ত্রিক কোলাহলে পুড়ে গেছে যে শহর
সে শহর ভুলে গেছে প্রেমের এ খেলা।।
শুধু এই ক্ষণিকের সুরটুকু বুকে ধরে
শহর ঘুমিয়ে যাবে, যাবো আমিও।
২২/০৮/২১
মন্তব্য করুন