আমি ফুলে যাই তুমি ভুলে যাও / সাইফ আলি

আমি ফুলে যাই তুমি ভুলে যাও
আমি গিট বাঁধি তুমি খুলে যাও;
কেনো মায়াভরে চাও বলো
আমি কিভাবে নিভাই কিভাবে নিভাই
চাঁদ হয়ে তুমি জ্বলো।।

ভরা জলশায় তুমি একা চাঁদ
আমি একাকি চকর কবি
কোন কবিতায় আমি বাঁধি হায়
ওগো প্রেয়সী তোমার ছবি?
কোন ছন্দে বাঁধি গো বলো…

নেই পকেট
তাই রকেটে ওঠার সাধ নেই
জানি জোছনায় ভিজে
দেখতে তোমাকে বাঁধ নেই
তাই দেখি,
আর আসলে কবিতা লেখি।

তুমি ডুবে যাও আমি পূবে যাই
আমি একাকি হাটতে থাকি,
সারা রাতভর প্রেম-সঞ্চয়
পথে দু’হাতে বাটতে থাকি।
কেউ বলেনা আমাকে- চলো…

২৩/০৯/২১

এখানে আপনার মন্তব্য রেখে যান