তরাইতে না জানলে তরী / সাইফ আলি

তরাইতে না জানলে তরী
কি যে করি ক্যামনে করি
ভেবে ভেবে সময় চলে যায়;
হায়রে! পূবাকাশে সূর্য ঢলে যায়।।

বন্দরে বন্দরে সবই সুন্দর সুন্দর
সুন্দর নয় কেবল যদি আমার এ অন্দর
আমি, অসুন্দরে সুন্দর এনে ক্যামনে বসাই?
আমার সূর্যঢলে যায়।

আকাশটারে চিনলাম নারে
সমুদ্রের এই নীল সংসারে
ঢেউয়ের উপর ঢেউ আমারে
ভাসায় আর ডুবায়…

মাছের মতো জানলে সাঁতার কূলে কি ভীড়তাম
নোনা জলের প্রেমে মজেই তোমাতে ফিরতাম
তুমি, মাছের জীবন দিলে আমার হয়োগো সহাই;
আমার সূর্য ঢলে যায়…

২৮.১০.২১

এখানে আপনার মন্তব্য রেখে যান