বৃত্ত / সাইফ আলি

মনে হলো যেই আকাশে মেঘের ঘনঘটা কমবে না
তোমাতে আমাতে এই ভালোবাসা কিছুতেই জমবে না
ভেঙে গেলো ভুল বৃষ্টির সাথে নাচলো দূর্বা চিত্ত
সরলরেখায় দাঁড়িয়ে আমরা এঁকেছি নিপুণ বৃত্ত।

০৭.১২.২১

এখানে আপনার মন্তব্য রেখে যান