একটা কথা বলার ছিলো / সাইফ আলি

একটা কথা বলার ছিলো
একসাথে পথ চলার ছিলো
সাঁঝের বেলা ঝাউয়ের বনে
জোনাক হয়ে জ্বলার ছিলো।।

একসাথে শাক তুলতে গিয়ে
হাওয়ার তালে তাল মিলিয়ে
সবুজ কচি চারার মতো
গায়ে গায়ে ঢলার ছিলো।।

কোকিল হয়ে ডাকার ছিলো
রঙতুলিতে আঁকার ছিলো,
বসন্তে মন কৃষ্ণচুড়ার
লাল অগুনে পোড়ার ছিলো।।

এক জোড়া রাজহাসের মতো
শুভ্র-শাদা কাশের মতো
নরম কোমল জ্বালায় জ্বলে
মোমের মতো গলার ছিলো।।

১৬.০২.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান