জীবন রঙিন ছিলো / সাইফ আলি

জীবন রঙিন ছিলো
এখনো রঙিন আছে
জীবনের রঙ জ্বলে যায়নি,
তোমাকে আমাকে ছেড়ে
কে কোথায় চলে যাবে ভাবছো;
অথচ এখনো চলে যায়নি!

নশ্বর পৃথিবীতে কে ছিলো অমর বলো
মৃত্যুকে কেনো পর ভাবছো,
ওপারের রঙধনু তোমাকে কি আজো খুঁজে পায়নি?

…………………………………………

২৯.১২.২১

এখানে আপনার মন্তব্য রেখে যান